খুলনার দিঘলিয়া উপজেলায় ভ্যান ডাকাতির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেলে খানজাহান আলী থানার ফুলতলা হাউজিং এস্টেট (কাশবন) এলাকার একটি ড্রেন থেকে গলায় গামছা বাঁধা ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।


নিহত যুবকের নাম সাকিব শেখ (৩০)। সে দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামের কামাল শেখের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ঘটনায় এখনো কোনো মামলা না হলেও এ ঘটনায় জড়িত সন্দেহে জনি শেখ ও আসাদুল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা ও নিহত সাকিবের আত্মীয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সাকিব তার ভ্যান নিয়ে চলে গেলে আর ফেরেননি। পরিবারের লোকজন বিষয়টি থানায় জানায়। সোমবার খানজাহান আলী থানার পুলিশ ও দিঘলিয়া থানার পুলিশ খানজাহান আলী থানার আবাসন এলাকা থেকে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি সাকিবের বলে শনাক্ত করেন। লাশের গলায় গামছা পেঁচানো ছিল। শরীরটা কলা পাতায় ঢাকা ছিল। তাকে শ্বাসরোধ করে ভ্যানটি চুরি করা হয়।



দিঘলিয়া থানার পরিদর্শক মো. টোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। ভ্যানে করে খাট আনার কথা বলে শাকিবকে এলাকায় নিয়ে যাওয়া হয়। শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে শাকিবকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন। এ ঘটনায় খানজাহান আলী থানায় মামলার প্রস্তুতি চলছে।